আমার নাম দুষ্টু,,, দুষ্ট নামটা মা-বাবার দেওয়া নয় ,,,, তবে এই নামটার
পেছনে লুকিয়ে আছে অনেক গল্প,,,,। আজ সবার কাছে আমার সেই গল্প আমি তুলে ধরলাম,,,,
আমার গল্প লেখা শুরু হয় ক্লাস এইট নাইনে,,,। তখন আমার বয়স ,খুব বেশি হলে 14 কি 13,,,।স্কুলের আনন্দ বন্ধুদের আড্ডাই দিনগুলো বেশ ভালই কাটছিল,,,,। তখন জীবনের আনন্দ কি সেটা বুঝতে পারত,,,,,। মিস করি আজও মিস করি সেই দিনগুলো তবে পিছনে পড়ে থাকা দিনগুলি মনে করা, কোন বুদ্ধিমানের কাজ নয়,,,।
দিনগুলি আস্তে আস্তে বেরিয়ে যায়,,।
তারপরে শুরু হয় জীবনের কাহিনী,,। প্রথমবার বোর্ডের পরীক্ষা দিতে আমরা সবাই মিলে স্কুল যায়,,,। মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে পেরিয়ে যায় ,,,। অনেকটা আনন্দিত সবাই,,,,।
এবার মনে হয় জমিয়ে আড্ডা দিতে পারব,,, কেউ বাধা দেবে না,,,,।বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে মনে হয় যেন এবার কিছু একটা করতে হবে ,,,,। তার জন্য সবাই সবার মতন করে চেষ্টা শুরু করে, আমিও শুরু করি প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজে এডমিশন করি,,,।
তারপর বাবার ব্যবসা তে ,,,,,একটু ,,,,,,হাত লাগিয়ে দি হাত খরচা টাও বের করতে হবে, সেই সময় প্রথম মোবাইল বের হয় ,,,দাম অনেক,।
বাবার কাছে জেদ করে মোবাইলটা কিনে ফেলি,